বল টেম্পারিং করায় অধিনায়কত্ব হারানর পর যে কঠিন শাস্তি পেলে স্টিভেন স্মিথ

বল বিকৃতি (বল টেম্পারিং) হল বিশ্ব ক্রিকেটের অন্যতম একটি জঘন্য ঘটনা। বলে অতিরিক্ত সুইং ও টার্ন পাওয়ার জন্য মাঠে ম্যাচ চলাকালীন বলের কোনো অংশে চুইংগাম বা অন্য যেকোন শক্ত জিনিস দিয়ে ঘষে বলের স্বাভাবিক উপরিভাগকে অমশ্রিন করে দেওয়ার নামই হল বিকৃতি (বল টেম্পারিং)।

এবার এই জঘন্য কাজে ফেঁসে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।

বল টেম্পারিংয়ের চেষ্টায় জড়িত থাকায় এক টেস্টে নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ। পাশাপাশি জরিমানা করা হয়েছে ম্যাচ ফির পুরোটাই। মাঠে টেম্পারিংয়ের চেষ্টা করেছিলেন যিনি, সেই ক্যামেরন ব্যানক্রফটকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৭৫ শতাংশ। পাশাপাশি দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

বল টেম্পারিং বিতর্কের পর ঘটনাবহুল এক দিনের ধারাবাহিকতায় এল এই সিদ্ধান্ত। রোববার আইসিসি যখন সিদ্ধান্তটি জানাল, স্মিথ তখন কেপ টাউনের ড্রেসিং রুমে, ব্যাটিংয়ে নামার অপেক্ষায়।