বল বিকৃতি নিয়ে যা বললেন বাংলাদেশের ৪ পেসার

বল টেম্পারিং নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচিত ক্রিকেট পাড়া। আর এই ন্যাক্কারজনক ঘটানার সৃষ্টি করেছে অস্ট্রেলিয়া দল। তুবে বাংলাদেশ এর আগে এই ঘটনাটি চোখে পড়েনি। তবে অস্ট্রেলিয়া দলের এমন কাহিনীতে অনান্যদের মতো অবাক বাংলাদেশের ৪ পেসার মাশরাফি,রুবেল,মোস্তাফিজ এবং তাসকিন।

এই ব্যাপারে মাশরাফি বলেন ,’‘অস্ট্রেলিয়ার দলকে আগে কখনো করতে দেখা যায়নি, সেটি বলা অবশ্য কঠিন। এবার হয়তো ধরা পড়েছে বলে অনেক হইচই হচ্ছে।’ বাংলাদেশের পেসাররা কতটা সচেতন বল টেম্পারিং নিয়ে , এ প্রশ্নে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের যুক্তি, যেটি কখনো বাংলাদেশ করেই না, সেটি নিয়ে বাড়তি চিন্তা করে লাভ নেই, ‘আমাদের বোলাররা এগুলো কখনো করে না। যেহেতু এটা আমরা কেউ করি না, আলাদাভাবে এটা নিয়ে ভাবার কিছু নেই। ইতিবাচক দিক এটিই, আমাদের খেলোয়াড়দের এ ধরনের কিছু করার মানসিকতাই নেই।’

রুবেল বলেন ,’ রিভার্স সুইংয়ে সহজাত কিছু বিষয় থাকে। সাইড আর্ম অ্যাকশনের কারণে অনেকের রিভার্স সুইং ভালো হয়। অনেক সময় বল একটু ঘষলেই রিভার্স সুইং হয়। আবার অনেকে জোর করে রিভার্স সুইং করাতে চায়। যেটা অস্ট্রেলিয়া করেছে। ওর বল অন্যভাবে ঘষার চেষ্টা করেছে। বল বিকৃত করার চেষ্টা করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এগুলো করে কখনোই ভালো কিছু হয় না। এখন ওরা তীব্র সমালোচনার মুখে পড়েছে। এটা দেশের বদনাম, খেলোয়াড়ের বদনাম। ওদের এটা করতে দেখে খুবই অবাক হয়েছি। আমরা এটা নিয়ে সব সময়ই সচেতন। কখনো এটা করিনি, করবও না আশা করি।’

আর কাটার মাস্টার মোস্তাফিজ বলেন ,’ আসলে অস্ট্রেলিয়া দল হয়তো এটা আগের থেকেই করতো। কিন্তু কখনোই ক্যামরার সামনে ধরা পড়েনি। কেননা তার হুঠহাট করে কেন এতো রিস্ক নিবে? আগে নিশ্চয় সফল ছিলো তারা।’

তাসকিন বলেন ,’বল যখন একদিকে খসখসে হয়, তখন সেটা রিভার্স করে। নখ মেরে, সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করে বল রিভার্স করালে ব্যাটসম্যানের জন্য সেটা খেলা অনেক কঠিন। আন্তর্জাতিক ম্যাচে অনেক ক্যামেরার মধ্যে এটা করা কঠিন। এটা ঘরোয়া ক্রিকেটেও করা উচিত নয়। যেহেতু আন্তর্জাতিক ম্যাচে ধরা খাওয়া লাগে। অস্ট্রেলিয়া দলের কাছে এটা আশা করা যায় না। দুঃখজনক। ক্রিকেটে তারা শীর্ষ দলের একটা। অনেকে তাদের অনুসরণ করে। এটা ক্রিকেট চেতনার সঙ্গে যায় না। এ থেকে সবাইকেই শিক্ষা নিতে হবে। দুই নম্বরি করে দলকে সহায়তা করার মধ্যে গৌরবের কিছু নেই। ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, এখানে অসৎ উপায়ে কিছু করা ঠিক নয়।’