বাংলাদেশকে আমন্ত্রন জানিয়েই আসলেই নিজেদের ক্ষতি করে ফেলল শ্রীলঙ্কা

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে যাচ্ছেতাই ভাবে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৩৯ রান করে বাংলাদেশে। আর তখনই অনেক দর্শক বিরক্ত হয়ে খেলার মাঠ ছাড়ে।

বাংলাদেশের খেলা দেখে তখন ভারত ও শ্রীলঙ্কা থেকে যাওয়া সাংবাদিকদের হাসাহাসি। একজন তো বলেই ফেলল বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলো কেন? টুর্নামেন্টটাই তো বিবর্ণ হয়ে গেল। তার প্রশ্ন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে।

প্রথম ম্যাচের সময় করা সেই প্রশ্নটি লংকান বোর্ডের কাছে রাখলেও জবাবটা বাংলাদেশই দিয়ে দিয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ২১৪ রানের পাহাড় টপকে জিতেছে লঙ্কানদের বিপক্ষেই। ভারতের মত দলকেই যেখানে হেসেখেলে উড়িয়ে দিল শ্রীলঙ্কা সেখানে বাংলাদেশ আবার তাদের উড়িয়ে দিল। সত্যিই বড় ভুলই করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে আমন্ত্রন না জানালে হয়তো এই দিন তাদের দেখতে হত না। ভারতের মত অন্য কোন দলকে আমন্ত্রন জানালে হয়তো জিততেও পারত।

বড়ই জানতে ইচ্ছা করছে, সেই সাংবাদিকের মুখটি এখন কি দিয়ে ঢেকে রেখেছে?