‘বাংলাদেশকে সহজে হারাতে পারবে না শ্রীলঙ্কা’

নিদহাস ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। সেই টুর্নামেন্টের ৩য় ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ ভারতের সাথে হারলেও শ্রীলঙ্কা ভারতের সাথে ঠিকেই জিতেছে। তবে তারপরেও বাংলাদেশকে দুর্বল মনে করছেন না সাবেক শ্রীলঙ্কান ফার্স্ট বোলার চামিন্দা ভাস।

ভাস বলেন ,”সেই সময়ে বাংলাদেশ কেবলমাত্র ক্রিকেট খেলা শুরু করেছে, কিন্তু এখনকার সময় বাংলাদেশ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল এবং তাদেরকে হারানো মোটেই সহজ নয়। তারা তাদের বেশিরভাগ ক্রিকেটারকে কাজে লাগিয়েছে এবং তারা তাদের শতভাগ দিয়ে যাচ্ছে এবং তারা আরো উঁচুতে উঠতে চাচ্ছে।’

ভাস আরো বলেন ,’বর্তমানে বাংলাদেশ দলে যারা খেলছে তাদের মধ্যে সকলেই পারফর্ম করতে উদগ্রীব বলে মনে করেন ভাস।

পাশাপাশি বিশ্ব ক্রিকেটের প্রত্যেকটি বড় দলই বাংলাদেশকে সমীহ করে চলে জানিয়ে লঙ্কান কিংবদন্তী বললেন,’তারা (বাংলাদেশ) তরুণ একটি দল এবং দেশের জন্য পারফর্ম করতে উদগ্রীব। প্রতিদিন তারা শিখছে এবং ভালো করছে এবং আমি নিশ্চিত যে আপনি যদি বাংলাদেশকে যেকোনো বড় দলের মুখোমুখি করান, তাদের জন্য বাংলাদেশকে হারানো একেবারেই সহজ হবে না, তাই বাংলাদেশকে ছোট মনে করা বোকামী ছাড়া আর কিছুই না।’