বাংলাদেশের জয়ে ব্যাঙ্গ করল এক ভারতীয়

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রানের টার্গেট টপকে জয় লাভ করে ভারত যা ইতিহাসে চতুর্থ সবচেয়ে বেশি রান টপকে জয়ের রেকর্ড। এছাড়াও এশিয়অর প্রথম দেশ হিসেবে এত বেশি রান টপকে জিতেছে বাংলাদেশ।

এমন জয়ে শ্রীলঙ্কা ও ভারতের ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে দারুন শুভেচ্ছাবার্তা পাচ্ছে বাংলাদেশ। তবে তার মধ্যেই এই জয়কে ব্যাঙ্গ করল নিখিল নামে আরেক ভারতীয়।

টুইটারে সে মুশফিকের ইনিংসকে ব্যাঙ্গ করে লিখেছে, এই জয়ী ইনিংসে মুশফিক একই সাথে অ্যাশেজ, চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ জিতে নিয়েছে।

এরপর আরেকটি টুইটে সে বলেছে, টুইটার, দয়া করে মুশফিকের এই ছবিটি সেভ করে রাখুন।

আরেকজন মুশফিককে আক্রমন করে টুইট করে বলেছে, বিরাট কোহলি আক্রমনাত্মক সেলিব্রেশন প্রমান করে তার দলের ট্রফি লিষ্ট খালি নেই। সেখানে সব ধরনের শিরোপাই আছে। কিন্তু কেউ কেউ সীমা ছাড়া সেলিব্রেশন করে যাদের দলীয় অর্জন কিছুই নেই। সেখানে নিখিলও ব্যাঙ্গাত্মক রি-টুইট করে বলেন, এটা ব্যাপার নয় তোমার ১০টি বিশ্বকাপ আছে নাকি নেই। এটা বেশি পড়োনা। এটা উইনার। সেটা কোহলিই হউক বা মুশফিক।