বাংলাদেশের ব্যাটিং দেখে মুগ্ধ কোহলি বাহিনী

মাহমুদুল্লাহ-তামিম-মুশফিকরা যা করে দেখালেন তা অবিস্মরণীয়। টাইগার ঝড় সামলাতে হয়েছে শ্রীলঙ্কাকে। ২১৫ রান চেজ করে রেকর্ড গড়া জয়। গত তিনটি সিরিজে ঘরের মাঠে নাকানি চুবানি খাওয়া বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসের আভা ছড়িয়ে গেছে ভারত শিবিরেও। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আলোচনার অনেকটা জুড়েই রইল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে টাইগারদের বাজে পারফর্মেন্স দেখেছে দর্শকরা। ১৩৯ রানে অল-আউট হওয়ার পর ৬ উইকেটের হার। ১৮.২ ওভারে বলতে গেলে হেসেখেলেই জিতেছে রোহিত শর্মার দল। শ্রীলঙ্কা ম্যাচ সামনে রেখে ভারতের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার জয়দেব উনাদকাট। যথারীতি উঠে আসে বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্স নিয়ে প্রশ্ন। জবাবে মুগ্ধতা ঝরে পড়ে উনাদকাটের কণ্ঠে।

এই তারকা পেসার বলেন, ‘দুর্দান্ত রান চেজিং দেখলাম আমরা! এই ফরম্যাটে যে কোনো দলের বিপক্ষেই ২১৪ রান চেজ করা দারুণ ব্যাপার। চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সত্যিই দুর্দান্ত খেলেছে। প্রতিযোগিতাটা এখন অনেক বেশি উন্মুক্ত। সে কারণে খেলোয়াড়েরাও অনেক বেশি উদ্দীপ্ত।’

চাপের মুখে দাঁড়িয়ে কীভাবে এই সাফল্য পেল বাংলাদেশ, সেটাও বুঝতে পেরেছেন উনাদকাট। বললেন, ‘আমি মনে করি তারা তাদের পরিকল্পনার বাস্তবায়নটা দুর্দান্তই করেছে। শ্রীলঙ্কার বোলাররা কীভাবে বল করে, কী কী করতে পারে, সেটা তারা মাথায় রেখেছে। সে কারণেই এটি সম্ভব হয়েছে।’