বাংলাদেশের সাথেও বলের আকৃতি পরিবর্তন করেছিলেন স্মিথ!

ক্রিকেটবিশ্বে মোড়ল হিসেবে পরিচিত আইসিসির ৩টি সদদস্য। সেই তালিকায় আছে অস্ট্রেলিয়া,ইংল্যান্ড এবং ভারত। আইসিসিতে যে দাপট দেখিয়ে চলছে এই ৩টি দল তাদের চেয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। খেলার মাঠে না পারলেও স্লেজিংয়ে তারা বিশ্বসেরা। আর এবার সাউথ আফ্রিকার সাথে করলো বলের আকৃতি পরিবর্তন। আর সেটাতে অভিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার সেই বিতর্ক অধিনায়ক স্মিথ।

ব্যানক্রাফট মাঠে আম্পায়ারদের কাছে অস্বীকার করলেও ক্যামেরায় ধরা পড়ায় সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছেন যে, বলের আকৃতি পরিবর্তন করার জন্য তিনি হলুদ ট্যাপ ব্যবহার করেছেন।ইতিমধ্যে আইসিসি অভিযোগ গঠন করেছে। তার বিরুদ্ধে এখন কি শাস্তি আসে তা দেখার বিষয়। স্মিথ স্বীকার করেছেন, দলগত কৌশল ছিল এটা করা, তবে শুধু সিনিয়র ক্রিকেটাররা এই পরিকল্পনা করেন, কোচদের দোষ নেই। তার নেতৃত্বে আর একই কাজ করা হবে না বলেও কথা দিয়েছেন।

রিভার্স সুইং এর জন্য এর আগেও স্মিথ এই কাজগুলো করেছে বলে ধারনা করছে সাউথ আফ্রিকার একটি শীর্ষ গনমাধ্যম। শুধু সাউথ আফ্রিকায় নয় অ্যাশেজ সিরিজ,ভারতের সাথে সিরিজ এমনকি বাংলাদেশের সাথেও বলের আকৃতি পরিবর্তন করেছিলেন স্মিথ।