বাংলাদেশের সাথে খেলতে অস্ট্রেলিয়ার ভয়!

অস্ট্রেলিয়া জানে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সবদিক দিয়েই। আইসিসির ফিউচার প্রোগ্রাম অনুযায়ী আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এই সিরিজে দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। নানা অজুহাতে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে অস্ট্রেলিয়া খুব একটা আগ্রহী নয়। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাঁচটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হয়েছে। তবে এর কোনোকিছুই এখনও চূড়ান্ত নয়।

যদি হেরে যায় তাহলে  বাংলাদেশের সাথে তাহলে সেই বিখ্যাত ‘নাগিন ডেন্স’এর লজ্জায় পড়তে পারে, বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মান হানি হতে পারে এ ভয়ে হয়ত তারা খেলতে চাচ্ছে না অজিরা।

গত বছর দুইটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটিই এখন পর্যন্ত একমাত্র জয়। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

মে-জুনে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) কোনো ম্যাচ নেই টাইগারদের। তাই আগামী জুনে ভারতের দেহরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে টাইগাররা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ ব্যাপারে বিসিবিকে প্রস্তাব দিয়েছে। বিসিবিও নাকি তাতে রাজি। তবে সিরিজটি এখনও চূড়ান্ত হয়নি।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগাররা। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ চূড়ান্ত। দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এই সফর থেকে ফিরে সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপে অংশ নিবে বাংলাদেশ। তারপর নভেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ।