বাংলাদেশ দলের একজনের খেলাই সবচেয়ে বেশি পছন্দ মনোজ তিওয়ারির

মনোজ তিওয়ারী ডিপিএল খেলছেন বেশ কিছু বছর ধরেই। তার ডিপিএল খেলা শুরু হয় মূলত সাকিব কলকাতায় খেলার পর থেকেই। সাকিবের কথামতোই ডিপিএল খেলতে আসেন মনোজ। য়ার ডিপিএল খেলতে এসে ভালো লেগেই এরপরে প্রত্যেক আসরেই ডিপিএল খেলা হয় তার। তবে বাংলাদেশ দলে ব্যাপক সম্ভাবনা দেখছেন মনোজ। সম্প্রতি একটি বেসরকারী গনমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মনোজ এইসব কথা বলেন।

মনোজ তিওয়ারী বলেন ,”বাংলাদেশে অনেক পটেনশিয়াল ক্রিকেটার আছে। ডিপিএলে এদের বেশ কয়েকজনের সাথে খেলার সৌভাগ্য হয়েছে। দুই বছর আগে আমি মোসাদ্দেকের সাথে খেলেছি’সে দারুণ ব্যাটসম্যান এবং বোলার। এছাড়া গাজী গ্রুপের মেহেদী হাসান, নাইম হাসানের খেলা দারুণ লাগে আমার। আর আবাহনী দলে বাংলাদেশ জাতীয় দলের মেহেদী হাসান মিরাজের ভক্ত আমি।’

ম্নোজ তিওয়রী আরও বলেন ,’ হয়তো এখন কিছু সময় খারাপ যাচ্ছে মোসাদ্দেকের, তুমি আমি খুবেই আশাবাদী তাকে নিয়ে। সে খুব দ্রুতেই ফিরবে দলে আমি এটাই মনে করে। তার মধ্যে সে যোগ্যতাও আছে। ইনজুরি থেকে ফেরাও অনেক খেলোয়াড়ের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হয়তো তার চোখের ইনজুরিটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।’