বাংলাদেশ বনাম ভারত-শ্রীলঙ্কা

নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সারে সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগে অঘোষিত সেমি ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

এদিকে বাংলাদেশ ফাইনালে উঠায় জয় নিয়ে সমালোচনা করতে না পেরে রাগে ক্ষোভে ম্যাচ শেষের ঘটনার উপর সব কিছু উগড়ে দিচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। নিজে খেলোয়ার থাকার সময় আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে বেড়িয়ে আসা সুনীল গাভাষ্কারও বুলি ছড়ায় মুখে। শাস্তি দাবী করে বাংলাদেশের। ভারতের মিডিয়া উঠে পড়ে লেগেছে বাংলাদেশের পেছনে। একটি হিন্দি চ্যানেল তো বাংলাদেশকে হুমকিই দিয়ে রাখলো ব্যবহার শেখানোর। আর সেই হুমকিতে তারা কতটুকু ব্যবহার জানা মানুষ সেটাই পরিচয় দিয়েছে। তাদের অবস্থা অনেকটা এমন যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে নয়, তাদেরই হারিয়ে দিয়েছে।

যাদের হারায়নি , তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে যাদের হারিয়েছে তাদের কি অবস্থা?

হ্যা, শ্রীলঙ্কা আবার বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেয়ার জন্য ডালমোহন ডালিয়াকেই নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তাদের বাড়া ভাতে ছাই ঢেলে বাংলাদেশ ফাইনালে উঠায় রাক্ষস রাজা রাবনের যুগের পর নতুন করে যেন আবার লঙ্কায় তান্ডব শুরু হয়েছে।

এই তান্ডবের আঁচ তো এরই মধ্যে পেয়ে গেছে বাংলাদেশ দল। দেখার বিষয় মাঠে কিভাবে পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ।