বাড়িতে আরশোলা বাড়লে এই কাজ করেন! এক যুবকের ভয়াবহ পরিণতি জানুন

আরশোলা দেখলেই গা শিউরে ওঠে। একবার বাড়িতে জায়গা করে নিলে, তার বংশবৃদ্ধির চোটে হিমশিম খেতে হয়। রাত হলেই ঘরের কোনা-ঘুপচি থেকে বেরিয়ে পড়ে আরশোলার দল। এই আরশোলার জ্বালায় বিরক্ত হয়ে অস্ট্রেলিয়ার এক ব্যক্তির যা পরিণতি হল, তা শুনলে আপনিও চমকে যাবেন।

পোকা মারার ওষুধ, পেস্ট কন্ট্রোল, ঘর পরিষ্কার ইত্যাদি করলেও আরশোলা তাড়ানো সম্ভব হয় না। অস্ট্রেলিয়ার এক ব্যক্তির বাড়িতেও এই ভাবেই ছড়িয়ে গিয়েছিল আরশোলা। বিশেষ করে রান্নাঘরকেই পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছিল তারা। কখনও মেঝেতে ঘুরে বেড়াচ্ছে। আবার কখনও মনের সুখে উড়ছে। বহু চেষ্টাচরিত্র করেও রেহাই পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি।

তাই একদিন বোতলের পরে বোতল আরশোলা মারার ওষুধ স্প্রে করতে থাকেন তিনি। কিন্তু বুমেরাং-এর মতো সেই ওষুধের শিকার হন নিজেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘নিউজ হাব’-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, স্প্রে-র মাত্রা এত বেশি হয়ে যায় যে রান্নাঘরে আগুন ধরে বিস্ফোরণ হয়। রান্নাঘর-সহ বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে। শুধু বাড়ির ক্ষতি নয়। ওই ব্যক্তির হাত ও মাথাতেও চোট লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাই এবার থেকে আরশোলা মারার সময়ে সাবধান থাকুন!