বার্সা ছাড়ছেন ইনিয়েস্তা!

লিগ শিরোপা প্রায় হাতের মুঠোয়। কোপা ডেল রের ফাইনালেও উঠেছে বার্সা। গতরাতে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করল তারা। বার্সালোনা সমর্থক ও খেলোয়ারদের মধ্যে যখন খুশির জোয়ার বইছে তখনই বিষাদের খবর দিলেন ইনিয়েস্তা। ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। স্পানিশ গনমাধ্যমের সাথে কথা বলার সময় আকারে ইঙ্গিতে এই মৌসুমটাই বার্সালোনায় শেষ মৌসুম হতে যাচ্ছে সেটা বুঝিয়ে দেন ইনিয়েস্তা।

ইনিয়েস্তা বলেন, এই বিষয়টি নিয়ে আমি প্রথমেই ক্লাবের সাথে কথা বলব। তারপর যা কিছু হয় তা আপনারা শুনবেন। তবে আমি আমার সিদ্ধান্ত ৩০ এপ্রিলের আগেই নিয়ে নিব। আমি আমার নিজের ও ক্লাবের ব্যাপারে যতটা সম্ভব সৎ থাকার চেষ্টা করব।

আর মাত্র কয়েকটি সপ্তাহ বাকি। আমার হাতে দুটি অপশন। হয় থাকো না হলে চলে যাও। আমি যখন চুক্তি নতুন করে করেছিলাম তখনও এমনটাই ছিল। কোন কিছুই চেঞ্জ হয়নি।

উল্লেখ্য যে, কিছুদিন আগেই বার্সার সাথে আজীবন চুক্তি করেছিলেন ইনিয়েস্তা। একই সাথে চুক্তিতে উল্লেখ ছিল ইনিয়েস্তা যখন চাইবে তখনই ক্লাব ছাড়তে পারবে। ক্লাব তাতে বাধা দিবে না।