বিজেএমসি চিরতরে বন্ধ করা উচিত: অর্থমন্ত্রী

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) একেবারেই বন্ধ করে দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছিলেন পাটের বিকাশে বাধা অর্থমন্ত্রী। তার বক্তব্যের জবাবেই আজ এই কথা বলেন অর্থমন্ত্রী।

বুধবার সচিবালয়ে অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির স্মরণিকা ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রীর ঐ ব্কতব্যের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। সুতরাং এটার ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। অসুবিধা যেটা আমাদের হয়, পাটকে আমরা রিভাইস করতে চাই। পাটের একটা নতুন বাজারও সৃষ্টি হয়েছে। কিন্তু রিভিশনের প্রক্রিয়াটা আমার ভালো লাগছে না।’

অর্থমন্ত্রী বলেন, ‘বিজেএমসি একদম বন্ধ করে দেয়া উচিত। ইট সুড নট হ্যাভ এনি এক্সিসটেন্স, মন্ত্রণালয়ে সমন্বয়ের একটা সেল থাকবে, তারাই সব দেখবে। আমি তাদের অফিসিয়ালি পর্যন্ত বলেছি। বাট দে ডু নট অবলাইজ। তারা বিজেএমসির খপ্পরে পড়েছে। বিজেএমসি বহাল তবিয়তে রয়েছে।’