বিধ্বস্ত বিমানের যাত্রীদের পরিচয় জানা গেছে ৩৭ বাংলাদেশি

বিমান বিধ্বস্তের এ ঘটনায় অন্তত এ পর্যন্ত ৫০ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে । এ ছাড়া এখনো ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটিরসেনাবাহিনী। তবে এখনো উদ্ধার কাজ চলছে। উদ্ধারকরা সকল আহতদের স্থানীয়বেশ কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএস বাংলা জানিয়েছে, বিমানটিতে তে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২ জন শিশু ছিল। তার মধ্যে বাংলাদেশি ৩৭ জন, নেপালের ২৭ জন এবং চীন ও মালদ্বীপের ১ জন করে নাগরিক ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনায় টিআইএ কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।

উল্লেখ্য,আজ দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৭১ জনকে নিয়ে ইউএস-বাংলার বিমানটি ছেড়ে যায়।
সেখানে দুপুর ৩ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।