বিধ্বস্ত বিমানে ৭১ জনের মধ্যে ৩৩ জনই নেপালের নাগরিক

কাঠমুন্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিধ্বস্ত বিমানে নেপালের নাগরিক ছিলেন ৩৩ জন। সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রু সদস্যসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।
আজ দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর এটি বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। পরে বিমানটি পাশের একটি ফুটবল মাসে গিয়ে পড়ে।