বিধ্বস্ত বিমান : নিহত অন্তত ৫০ জন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন । নেপাল পুলিশের মুখপাত্র মনোজ নেউপানে এএফপি’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,ঘটনাস্থলে ৩১ জন এবং দুই হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়।বতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। পরে বিমানটি
পাশের একটি ফুটবল মাসে গিয়ে পড়ে।
বিমানটিতে ৭১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৪ জন চালক ও ও বিমানকর্মী।বিমানটি ভেঙে পড়তেই উদ্ধারকাজে নামে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্ধার করা হয় ‌একাধিক ‌যাত্রীকে। ঘটনাস্থল
ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা।