বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার দোয়া-প্রার্থনা

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (১৫ মার্চ) সারা দেশে শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়া শুক্রবার (১৬ মার্চ) মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়  ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হলে ৫১ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ওই ফ্লাইটের পাইলট, ক্রুসহ ২৮ জন ছিলেন বাংলাদেশি।