বিমান দুর্ঘটনা : কোথাই প্লিজ সাড়া দাও

নেপালে তাদের ৩য় তম হানিমুনে যাচ্ছিলেন কি ঘটেছে তাদের ভাগ্যে। মেয়েটির ফেসবুক আইডি নেম সোনামনি। এখনো জানা যায় নি তদের কি অবস্থা?মেয়েটির ফেসবুল্ক থেকে জানা যায় যাচ্ছিলেন তার প্রিয় মানুষ অমির সংগে।
তাদের সাথে আরেক যুগোল ও ছিলেন তারা হলেন এফএইচ প্রিয়ক ও এনি প্রিয়ক । এনি প্রিয়ক ফেসবুকে লিখেছিলেন, Ready to fly to Kathmandu from Hazrat
Shahjalal International Airport …Pls keep us on your prayer…

কিন্তু কি ঘটেছে তাদের ভাগ্যে ? ৮ ঘন্টা পেরিয়ে গেলেও প্রিয়ক, এনি, অমি ও সোনামনি- কারো আইডি থেকেই কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। অনেকেই তাঁদের ফেসবুক টাইমলাইনে আহাজারি
করছেন।কেউ বলছে, কই তোমরা ? ফিরে এসো, প্লিজ কথা বলো।

উল্লেখ্য,আজ দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৭১ জনকে নিয়ে ইউএস-বাংলার বিমানটি ছেড়ে যায়।
সেখানে দুপুর ৩ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।