বিশ্বকাপে টিটের ফেভারিট দল যারা

আরো একটি ম্যাচ। আরো একবার মুখোমুখি জার্মানী। হউক না প্রীতি ম্যাচ কিন্তু দলটির নাম জার্মানী। তাতেই যেন গত বিশ্বকাপে ৭-১ গোলে হারের শোধ নেয়ার একটি উপলক্ষ তৈরি হল ব্রাজিলিয়ানদের সামনে। তবে এসব নিয়ে ভাবছেনা টিটে।

প্রীতি ম্যাচে জার্মানীর মুখোমুখি হওয়া নিয়ে টিটে বলেন, এখানে অনেক আবেগ কাজ করতে পারে সত্য। কিন্তু এই ম্যাচটি হল প্রস্তুতির। এটা অনেক গুরুত্বপূর্ন ম্যাচ যা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে। বর্তমান চ্যাম্পিয়দেনর বিপক্ষে আমরা আমাদের পরীক্ষাটা নিতে পারব।

এবারের বিশ্বকাপে শিরোপা জিতার সম্ভাবনা আছে কোন দলের এমন প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ বলেন, বিশ্বকাপে চারটি দল সবচেয়ে ফেভারিট। এরা হল, ব্রাজিল, জার্মানী, স্পে ও ফ্রান্স। বর্তমানে এই চারটি দলই আছে দুর্দান্ত ফর্মে। এর বাইরে যদি আপনি কারো নাম বলতে চান তাহলে পর্তুগাল, আর্জেন্টিনা বেলজিয়াম, ক্রোয়েশিয়া আসতে পারে যাদের বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে।