বিশ্বকাপ না জিতলে অবসর নিবে আর্জেন্টিনার ৬ নক্ষত্র

তিনটি বিশ্বকাপ খেলেছেন মেসি। কিন্তু ভাগ্য ধরা দেয়নি তার হাতে। প্রথম বিশ্বকাপে দলের তরুণ তারকা ছিলেন। অন্যান্য তারকার ভীরে তারকা খ্যাতি পাননি তখনো। কিন্তু ২০১০ বিশ্বকাপ ও ২০১৪ বিশ্বকাপে তিনিই ছিলেন নেতা। দুইবারই বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছে তাকে।

এরমধ্যে সবচেয়ে কষ্টের বিদায় ছিল ২০১৪ বিশ্বকাপে।

জার্মানীর বিপক্ষে ফাই্নালে সেদিন কিছু মিস না করলে হয়তো মেসিরাই জিতত। কিন্তু অতিরিক্ত সময়ে গোৎজের গোলের পর বাচ্চাদের মত কেঁদেছিল মেসি। শুধু কি বিশ্বকাপ? কোপা আমেরিকাতেও পর পর দুইবার ফাইনালে গিয়েও দুইবারই চিলির বিপক্ষে হারতে হল তাদের। নিয়তি যেন বড়ই নিষ্ঠুর।

আর এই নিষ্ঠুরতা যদি রাশিয়া বিশ্বকাপেও অব্যাহত থাকে তাহলে আর্জেন্টিনা দল থেকে ঝড়ে যেতে পারে ৬টি নক্ষত্র। এরা হলেন ডি মারিয়া, হিগুইন, অ্যাগুয়েরু, ওতামেন্ডি, ম্যাশ্চেরানো, মেসি। সবারই বয়স ৩০ কিংবা বেশি। এই গ্রুপের সবাই হয়তো বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাতে পারেন।

এটা একরকম মেনে নিঢেছেন মেসিও। তিনি বলেন, অপ্রত্যাশিত ভাবে আমরা ফলাফলের উপর নির্ভর করছি। যদি আমরা চ্যাম্পিয়ন হতে না পারি তাহলে হয়তো আমাদের আর একসাথে দেখা যাবে না।