বিশ্বকাপ রেকর্ড: সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন

সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী খেলোয়ার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রুনামেন্ট খেলেছে ২জন। ম্যাক্সিকোর অ্যান্তনিও কারবাজাল ও জার্মানীর লোথার ম্যাথিউস। উভয়েই ৫টি করে ট্রুনামেন্টে অংশ নেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি টপ-২তে ছিল নিলটন সান্তোস (ব্রাজিল), পেলে (ব্রাজিল), লিটাবারসকি (ওয়েস্ট জার্মানী), লোথার ম্যাথিউস (ওয়েস্ট জার্মানী), কাফু (ব্রাজিল), রোনালদো (ব্রাজিল)। প্রত্যেকেই তিনবার করে টপ-২ এ ছিলেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫ ম্যাচ খেলেছে লোথার ম্যাথিউস (জার্মানী)।

বিশ্বকাপে সবচেয়ে বেশি নকআউট পর্ব খেলেছে মিরোস্লাভ ক্লোসা। ১৪টি ম্যাচ খেলেছেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলেছেন পাওলো মালদিনি। ২,২১৭ মিনিট খেলেছেন তিনি।

দুটি দলের হয়ে ফাইনাল খেলেছেন লুইস মন্টি। ১৯৩০ সালে আর্জেন্টিনা ও ১৯৩৪ সালে ইতালির হয়ে বিশ্বকাপ খেলেন এই তারকা।

বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কমবয়সী খেলোয়ার পেলে। ১৯৫৮ বিশ্বকাপে তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন।