বিহারী-সানজামুলে আবহানীর বড় জয়

হানুমা বিহারীর সেঞ্চুরীর পর সানজামুলের বোলিং তোপে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭৩ রানে হারিয়েছে আবহানী লিমিটেড। ম্যাচে আবহানীর দেয়া ২৭৯ রানের জবাবে ২০৫ রানেই শেষ হয় গাজী গ্রুপের ইনিংস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯১ রানের মধ্যেই ৪ উইকেট হারায় আবহানী। সাইফ ৩০ এনামুল ৪, নাজমুল হাসান শান্ত ৩ ও নাসির হোসেন ৯ রান করে সাজঘরে ফিরেন। এরপরই দলটি প্রতিরোধ গড়ে ভারতীয় ব্যাটসম্যান বিহারী ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে। এই দুজনে মিলে ১৩৪ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার পাশাপাশি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

দলীয় ২২৭ রানের মাথায় সেঞ্চুরী পূর্ন করা বিহারী ১০৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি। তবে মিঠুন অপরাজিত থেকেই ম্যাচ শেষ করে আসেন। ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। সাথে ৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা গাজীগ্রুপ ৪৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ভারত এ দলের ক্রিকেটার অনুস্টাপ মজুমদার ৬৪, মুমিনুল হক ৪৬ রান করেন। বাকিরা সবাই আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলে বড় হার নিয়েই মাঠ ছাড়ে গাজী গ্রুপ।

আবহানীর হয়ে সানজামুল একাই নেন চারটি উইকেট। এছাড়া মাশরাফি, মিরাজ ও তাসকিন দুটি করে উইকেট নেন।