বিয়ের পাত্র-পাত্রী কী আগেই নির্ধারিত থাকে? নাকি….

মানুষর প্রার্থিব জীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্ম, মৃত্যু, রিজিক ও বিবাহ এ কয়টি বিষয়ের চাবিকাঠি আল্লাহ নিজ হাতে রেখেছেন। কেননা এবিষয়গুলো কখন কিভাবে ঘটে তা কেউ কোন ভাবে আগে থেকে বলতে পারে না। মানুষের জীবনে গুরুত্বপুর্ণ বিষয় বিয়ের পাত্র-পাত্রী কী আগেই নির্ধারিত থাকে, নাকি যখন ঠিক হয় তখন নির্ধারিত হয়? এ বিষয়সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম। একটি বেসরকারী টিভি অনুষ্ঠনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

প্রশ্ন: কোন আমল করলে মুনকার নাকিরের প্রশ্নোত্তর সহজ হবে?

উত্তর: যারা দৃঢ় ঈমানদার, আল্লাহ তায়ালা তাদেরকে পৃথিবীতেও অবিচল রাখবেন, আবার আখেরাতেও অবিচল রাখবেন। আর বিশেষ করে যারা নামাজ পড়তে পড়তে বা রোজা রাখা অবস্থায় বা ভাল কোন কাজ করা অবস্থায় মারা যান তাহলে কবরে কেউই তাকে বিচলিত করতে পারবে না।

প্রশ্ন: বিয়ের পাত্র-পাত্রী কী আগেই নির্ধারিত থাকে, নাকি যখন ঠিক হয় তখন নির্ধারিত হয়?

উত্তর: এটা আসলে পূর্বনির্ধারিত কোন ব্যাপার নয়। আল্লাহ আপনাকে এর জন্য বাধ্য করে রাখেননি। আল্লাহ আপনাকে বিয়ের জন্য নির্দেশ দিয়েছেন। বিয়ে না করে যদি আপনি পথভ্রষ্ট হয়ে যান তাহলে সেটার গুনাহের ভার আপনার নিজের।

প্রশ্ন: আজান দেয়ার পর এবং নামাজ শুরু হওয়ার ঠিক আগে কাজা নামাজ পড়া যাবে কিনা?

উত্তর: কাজা নামাজ যেকোন সময়ই পড়া যাবে।