বৃষ্টি হানা দিতে পারে বাংলাদেশের ম্যাচেও!

ভারত ও শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। সেই কারনে ওভারও কমেছিল ম্যাচের। আর বৃষ্টির হানা দেয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ ও ভারতের আজকের ম্যাচেও। বৃষ্টি আর ‘পর্যাপ্ত সুবিধা’র অভাবে সোমবার অনুশীলন করা হয়নি। মঙ্গলবারও সেই গুড়ি গুড়ি বৃষ্টি। অনুশীলন করতে এসে অলস বসে থাকা। পরে বৃষ্টি থামলে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধা ঘণ্টা কম অনুশীলন করে হোটেলে ফিরেছে বাংলাদেশ দল। ম্যাচের দিনও বাগড়া দিতে পারে বৃষ্টি! যদি তাই হয় তবে গেমপ্ল্যান কেমন হবে, সেই হিসাব-নিকাশ মাথায় রেখে বাংলাদেশ দল ‘মানসিক প্রস্তুতি’ নিচ্ছে।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ম্যাচের সময় কী হবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি অনুযায়ী সামলাতে হবে। তারপরও যতটুকু মানসিক প্রস্তুতি দরকার আমরা সেটা নিচ্ছি। যদি ম্যাচে বৃষ্টি হয় তখন কীভাবে খেলবো, এই জিনিসগুলো বিবেচনা করে মানসিক প্রস্তুতি নিতে পারলে তুলনামূলক ভালো কিছু হবে।’

নিদাহাস ট্রফিতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ন। তাই ট্রুনামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। নাহলে শেষ ম্যাচে অনেক কঠিন সমীকরনেই পড়ে যাবে টাইগাররা।