ব্যাংকিং খাতে ইতিহাস সৃষ্টি করেছেন লুনা শামসুদ্দোহা

বুধবার বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন ব্যাংকের এর আগে ব্যাংকটির পরিচালক পদে থাকা লুনা শামসুদ্দোহা। ফলে এর মধ্য দিয়ে দেশের ব্যাংকিং সেক্টরে কোনো ব্যাংকের প্রথম মহিলা চেয়ারম্যান হয়ে রেকর্ড গড়লেন লুনা শামসুদ্দোহা। যা দেশের ব্যাংকিং খাতে নতুন ইতিহাস সৃষ্টি।

লুনা শামসুদ্দোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯২ সালে দোহাটেক নিউ মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে লুনা শামসুদ্দোহার ব্যবসায়িক জীবনের সূচনা ঘটে। তিনি দেশের একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই-গভর্নেন্স প্রকল্পের সঙ্গে যুক্ত। এর মধ্যে ই-জিপি সিস্টেম অন্যতম। ২০০৭-২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। শেখ মো. ওয়াহিদ-উজ-জামানে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গত তিন বছর দায়িত্বে ছিলেন। গত ৭ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হয়। এরপর নতুন কাউকে চেয়ারম্যান নিয়োগ দেয়নি সরকার।

উল্লেথ্য, লুনা শামসুদ্দোহা এর আগে জনতা ব্যাংকের পরিচালক ছিলেন।