ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন না টিটে

জুনে অনুষ্ঠিত হবে রাশিয়া বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের আগে আরো কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে সাধারনত নিয়ম করেই বিশ্বকাপের আগে দেশটির প্রেসিডেন্টের সাথে দেখা করেন জাতীয় দলের কোচ। তবে এইবার সেই নিয়ম ভাঙতে যাচ্ছেন ব্রাজিল ফুটবল দলের কোচ টিটে।

তিনি বলেছেন, আমি জুনে বিশ্বকাপে অংশ নিতে রাশিয়া যাওয়ার আগে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টিমারের সাথে দেখা করতে যাবনা। শুধু আগেই নয়, যদি বিশ্বকাপ জিতি তবুও আমি তার সাথে দেখা করতে যাবনা।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন ব্রাজিল কোচ? বিশ্বকাপ জিতলেও প্রেসিডেন্টের সাথে দেখা না করার কারনটাও জানালেন টিটে নিজেই।

তিনি বলেন, আমি তার সাথে দাড়াতে সাচ্ছন্দ বোধ করবনা। শুধু সেই নয়, অন্য কোন রাজনৈতিক ব্যক্তির সাথেও একই কথা প্রযোজ্য।

বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বে প্রতিপক্ষ কোষ্টারিকা, সার্বিয়া ও সুইজারল্যান্ড।