ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে যা বলল ক্রুস-স্টেগান

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-স্পেন। তবে সম্ভবত দিনের সবেচয়ে আকর্ষনীয় ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ম্যাচটি হতে যাচ্ছে ব্রাজিল বনাম জার্মানী। আগামী ২৭ তারিখ রাত ১২:৪৫ মিনিটে শুরু হবে এই দুই দলের ম্যাচটি।

ব্রাজিল- জার্মানী মুখোমুখি হওয়া মানেই অন্যরকম লড়াই যা শুরু হয়েছে গত বিশ্বকাপের পর থেকে। তবে গত বিশ্বকাপের চেয়ে এই ব্রাজিল অনেকটাই আলাদা। সেবার স্কলারির অধিনে ব্রাজিল ছিল এক নেইমার কেন্দ্রিক। এবারের ব্রাজিল অনেকটাই দলীয়। কোন একক তারকার উপর আর তারা নির্ভর নয়। আর সেটি মাথায় রেখেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে জার্মান তারকা টনি ক্রুস বলেন,

” নেইমার হয়তো বিশ্বকাপে ব্রাজিল দলে থাকবে। তবে নেইমার ছাড়াও ব্রাজিলে আরো অনেক গ্রেট তারকা আছে। যেমন ক্যাসমিরোর কথা বলতে পারেন। ব্রাজিল দলটি অসাধারন এবং বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট।”

এদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে নেইমার সম্পর্কে জার্মান গোলকিপার টার স্টেগান বলেন, নেইমার অসাধারন। সে যেকোন মুহুর্তে খেলায় পার্থক্য গড়ে দিতে পারে। তবে তাকে ছাড়াও ব্রাজিল শক্তিশালী। সে ক্ষমতা তারা দেখিয়েছে।