বড় চমকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান!

আগামী ১ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে পাকিস্তান। আর সেই টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ সোমবার (২৬ মার্চ) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আর সেই দলের অধিনায়ক হিসেবে রয়েছেন পাকিস্তানের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ। এছাড়াও সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগ কাঁপানো তিন তরুণ অলরাউন্ডার হোসাইন তালাত, আসিফ আলী ও পেসার শাহীন শাহ আফ্রিদি। তবে ইনজুরির কারণে দলে জায়গা পায়নি ইমাদ ওয়াসিম ও রুম্মন রইস।

উল্লেখ্য, সবগুলো ম্যাচেই পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: আহমেদ শেহজাদ, ফখরুজ্জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক) (উইকেরক্ষক), হোসাইন তালাত, ফাহিম আশরাফ, মুহাম্মদ নওয়াজ, শাহাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি।