বড় তারকাকে বাদ দিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেরা একাদশ ঘোষণা!

এরই মধ্যে শেষ হয়েছে ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব। আর সেই বাছাইপর্ব থেকে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান বিশ্বকাপের টিকে গেলেও বাদ পড়তে হয়েছে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের মতো দলের।

গতকাল রবিবার (২৫ মার্চ) ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা নামে বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টের। আর সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে ব্যবধানে হারায় রশীদ-নবীদের আফগানিস্তান। আর সেই টুর্নামেন্ট শেষে এবার সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

আর সেই একাদশের অধিনায়ক হিসেবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা জেসন হোল্ডার।

একনজরে দেখেনিন একাদশটি-ইভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), কাইল কোয়েটজার (স্কটল্যান্ড), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে), মারলন স্যামুয়েলস (উইন্ডিজ), মোহাম্মদ নবী (আফগানিস্তান), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) (অধিনায়ক), সাফায়েন শরীফ (স্কটল্যান্ড), বয়েড রানকিন (আয়ারল্যান্ড), মুজিব রহমান (আফগানিস্তান), রশিদ খান (আফগানিস্তান) (১৩তম)।