ভারতকে নয় বাংলাদেশকে‘চ্যাম্পিয়ন’ দেখছেন রফিক

বাংলাদেশ এর আগে এশিয়া কাপসহ বেশ কয়েকটি সিরিজ টুর্নামেন্টে ফাইনালে উঠৈ ছিলো কিন্তু শিরোপার কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যার্থ হয়। এ বছরেই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হলো। তবে এবার নিদাহাস শিরোপা বাংলাদেশে হাতে আসবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।

মোহাম্মদ রফিক জানালেন, ‘বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে খুড়িয়ে খুড়িয়ে এই পর্যন্ত আসছে। আর খোড়াতে খোড়াতে যে সব ঘোড়া ফাইনালে যায় তারাই কিন্তু অনেক সময় চ্যাম্পিয়ন হয়ে যায়। বাংলাদেশ ওই পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ যদি এভাবে চিন্তা করে যে আমরা নরমাল ক্রিকেটটা খেলবো, ট্রফির কথা চিন্তা না করে স্বাভাবিক খেলাটা খেললে আমি আশা করি ভালো একটা ফলাফল হবে বাংলাদেশের জন্য।’

তবে প্রতিপক্ষ যখন ভারত তাই হিসেবটা অতো সহজ হওয়ার কথা নয়। কারণ টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল ভারত।যদিও এর আগে ভারতের সাথে সাতবার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি বাংলাদেশ।

তাই রফিক বললেন, ‘সবচেয়ে বড় কথা ভারত অনেক উপরের দল। ওরা অনেক উঁচু পর্যায়ের ক্রিকেট খেলে। আর এইসব টুর্নামেন্টে ওরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমি ভারতকে অনেক এগিয়ে রাখবো। প্রত্যেকটা খেলায় হার-জিত আছে। কিন্তু আমাদের এখন কাজ হবে যতো ভুল কম করা যায়। এইসব ম্যাচ বা টুর্নামেন্ট ওরা চ্যাম্পিয়ন হয়ে অভ্যস্ত। বাংলাদেশ কিন্তু অভ্যস্ত না।’

যদি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয় তাহলে এধরনে টুর্নামেন্টে মানিয়ে নিতে সহজ হবে। রফিক ভাষায়, ‘‘হ্যাঁ, বাংলাদেশ যদি আল্লাহর রহমতে কাল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এই ‘চ্যাম্পিয়ন’ কি জিনিস এবং ‘চ্যাম্পিয়ন’ হলে যে কি আনন্দ সেটা অনুভব করতে পারবে। আগে ফাইনাল খেলেছে, হেরে গেছি। এসব মনে করে আপসেট হয়ে লাভ নেই।’’

তবে রফিক বার বার মনে করিয়ে দিলেন যে বিষয়টি, ‘আগেই বলতে পারি চ্যাম্পিয়ন হতে পারলে কি যে একটা আনন্দ হবে এবং খেলোয়াড়দের মধ্যে কতো বড় একটা মনোবল তৈরি হবে। সবাই বিশ্বাস পাবে আমরাও চ্যাম্পিয়ন হতে পারি। তবে চ্যাম্পিয়ন হতে গেলে ওই ধরনের মনোবল লাগবে। বাংলাদেশ কিন্তু সত্যি কথা ওই জায়গাটায় এখনো পৌঁছায়নি। কিন্তু এটা সত্যি কথা বাংলাদেশের এটা বড় সুযোগ। কিন্তু আমি বলবো ভারত অনেক শক্তিশালী দল।’