‘ভারতকে হারানোর সুযোগ বারবার আসে না’

নিদহাস ট্রফিতে তীরে এসে তরী ডুবে বাংলাদেশের। জিততে জিততে হারতে হলো বাংলাদেশকে। শেষ বলে ছক্কা মেরে ইন্ডিয়া দলকে জেতান ভারতীয় তরুন ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর।

আর এই ম্যাচ হেরে আজকেই বাংলাদেশে চলে আসেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই সময় সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন ,’খারাপ লাগাইতো স্বাভাবিক। জয়ের এতো কাছে এসে ট্রফি হাতছাড়া হওয়াটা ভয়াবহ রকমের মানসিক যন্ত্রণার। তবে আগামীতে এমন পরিস্থিতি এলে আমরা যেন মানসিক স্থিতিটা শক্ত রাখতে পারি, এটাই লক্ষ্য থাকবে। এবার ফাইনালে হারার কষ্টটা মনে রাখবো, এখান থেকে যেন আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করবো।’

মুশফিক আরো বলেন ,’‘আমাদের সুযোগ ছিল, কিন্তু হাতছাড়া করেছি। ভারতকে হারানোর সুযোগ বার বার আসে না। এই টুর্নামেন্টে দুইবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু হাতছাড়া করলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করবো।’