ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হলো না সামি-ধোনির!

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে আর নেই ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। এছাড়াও এই ক্যাটাগরিতে জায়গা হয়নি সিনিয়র অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও পেসার মোহাম্মদ শামির। আজ বুধবার বিসিসিআই তাদের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে ‘এ+’ ক্যাটাগরি যোগ করেছে।

আর এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি টাকা৷ আর এই তালিকায় রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, স্টপ গ্যাপ অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ৷ অন্যদিকে ‘এ’ গ্রেডের ক্রিকেটারেরা পাবেন বছরে ৫ কোটি রূপী। আর এ তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ধোনি ও ঋদ্ধিমান সাহা৷

এছাড়া ‘বি’ গ্রেডের ক্রিকেটারেরা পাবেন বছরে ৩ কোটি রূপী। আর এ তালিকায় রয়েছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা ও দীনেশ কার্তিক। সর্বশেষ ‘সি’ গ্রেডের ক্রিকেটারেরা পাবেন বছরে ১ কোটি রূপী। আর এ তালিকায় রয়েছেন কেদার যাদব, মণীশ পান্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব৷