ভারতের বিপক্ষেও সেই টেকনিক কাজে লাগাতে চায় মাহমুদউল্লাহ!

নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের তাড়া করতে নেমে ৫ উইকেট ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামীকাল ১৪ মার্চ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আবারো ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টুর্নামেন্টে ফিরেছে টাইগাররা। এবার আবারো ভারতের মোকাবেলা করতে হবে টাইগারদের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে কৌশলে সফলতা এসেছে, ভারতের বিপক্ষে কি সেই কৌশল প্রয়োগ করবে বাংলাদেশ?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সফর শুরুর আগেই আমরা একটা কথা বলেছি, আমাদের নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে হবে। আসল বিষয় হলো, আমাদের স্মার্ট হতে হবে। আমার মনে হয়, আমাদের এই দলটির সামর্থ্য আছে, আমাদের যথেষ্ট স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হবে ক্যালকুলেটিভ রিস্ক নেয়ার ক্ষেত্রে।’

ভারতের দলে কোহলি-ধোনিরা না থাকলেও রয়েছেন রোহিত শর্মা, শেখর ধাওয়ান, মনিষ পান্ডে, দিনেশ কাতির্কের মত বড় বড় তারকা। তবে তাদের নিয়ে চিন্তা না মাঠে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারাটাই টাইগারদের লক্ষ্য বলেই জানিয়ে দিলেন তিনি।

তিনি বলেন, ‘নির্দিষ্ট বোলারকে মোকাবেলা করার আগে আমাদের নিজেদের মধ্যে কথা বলে নিতে হবে। এই জিনিসগুলো মাঠে প্রয়োগ করতে হবে। খেলতে হবে বাংলাদেশের ব্র্যান্ড অব ক্রিকেট। কারণ আমার মনে হয়, সম্ভবত আমাদের দলে তাদের মতো পাওয়ার হিটার নেই। এটা সত্য। এটা আমাদের মানতেই হবে। এজন্যই আমাদের স্মার্ট হতে হবে, যাতে নিজেদের সামর্থ্যটা মাঠে ভালোভাবে প্রয়োগ করতে পারি।’