ভারতের বিপক্ষে যাকে কাজে লাগাতে বললেন আশরাফুল!

নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আজ ১৮ই মার্চ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে দলে থেকেও বল করার সুযোগ হলো না বিশেষজ্ঞ স্পিনার নাজমুল ইসলাম অপুর।

তবে ফাইনালে অপু কার্যকরী হয়ে উঠতে পারেন বলে মনে করেন টাইগার সাবেক অধিনায়ক আশরাফুল, ‘ভারতের অনেক ডানহাতি আছে। অপু ওদের বিপক্ষে ভালো করবে। কালকে আমার মনে হয় একই দল খেলা উচিৎ। এমন দারুণ একটা জয় হয়েছে। আর বাঁহাতি থাকলেও সাকিবের বল করা উচিৎ, অপুকেও বল দেওয়া উচিৎ। মাইর খেলে যখন আপনার অপশন আছে তখন ওই বিকল্পগুলো ব্যবহার করবেন। আগে থেকেই যদি বিকল্প ব্যবহার না করেন তাহলে ঠিক না।’

সেই সঙ্গে ফাইনালে অপুকে রাখা উচিৎ বলেই মনে করেন আশরাফুল। তিনি বলেন, ‘ফাইনালে অপুকে রাখা উচিৎ। কারণ ভারতের ডানহাতি ব্যাটসম্যান বেশি। ওদের বিপক্ষে অপু ভালো বোলিং করবে আমার বিশ্বাস। ও খুব ভালো বোলার। তাই এই কম্বিনেশনটা হলেই ভালো হয়। বাকিটা ম্যানেজমেন্ট ও অধিনায়কের সিদ্ধান্ত।’