ভিসা জটিলতা শেষ করে এবার ভারত যাচ্ছেন সাবিনা-কৃষ্ণা!

অবশেষে ভারত যাওয়ার ভিসা পেলেন বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। আর বিকালে ভিসা পেয়ে সন্ধ্যা ৭টা ২০-এর ফ্লাইটে ভারতে উড়াল দিচ্ছেন তারা। প্রথমে কলকাতা গিয়ে পৌঁছাবেন তারা। এরপর গুয়াহাটি এবং সেখান থেকে যাবেন শিলংয়ে।

আর এটি নিশ্চিতের পরপরেই বাফুফে ভবনে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে চলে আসেন সাবিনা-কৃষ্ণা। আর সেখানে তাদের ভালো খেলার উপদেশ দিলেন তিনি। একই সঙ্গে বলে দিলেন, এমনভাবে খেলতে যেন সেটা বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপন হয়ে থাকে।

সাবিনা-কৃষ্ণাকে তিনি বলেন, ‘ভালো করে খেলবে। সাহস নিয়ে খেলবে। এমনভাবে খেলবে যেন সেটা হয়ে যায় বাংলাদেশ ফুটবলের বড় একটি বিজ্ঞাপন। এ জন্য নিজেদের মধ্যে সাহস রাখতে হবে।’