মর্গে জেগে উঠল লাশ, ধরল কর্মচারীর হাত

মর্গের হিমশীতল কক্ষে শোয়ানো রয়েছে একটি দেহ। গতকালই এই মৃতদেহটিকে নিয়ে আসা হয়েছে এখানে। এবার ময়না তদন্ত হবে। ছুরি-কাঁচি হাতে নিয়ে সকলে যখন প্রস্তুত, তখনই সকলকে চমকে দিয়ে নড়েচড়ে উঠল মৃতদেহ! তার পর সটান উঠে বসে চেপে ধরল কাছাকাছি থাকা এক চতুর্থ শ্রেণির কর্মচারীর হাত! না, কোনও গল্পকথা নয়। সারারাত মর্গে থাকা মৃতদেহ ময়নাতদন্তের টেবিলে বেঁচে ওঠার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছিনদ্বারা জেলা হাসপাতালে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই যুবকের নাম হিমাংশু ভরদ্বাজ। নাগপুরে তিনি একটি দুর্ঘটনার কবলে পড়েন। তাঁকে ওই হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দেখেন তাঁর পালস নেই। নেই হৃদস্পন্দনও। এর পরই তাঁরা তাঁকে মৃত ঘোষণা করে মর্গে চালান করে দেন।

স্বাভাবিক ভাবেই, হিমাংশুর বেঁচে ওঠার ঘটনায় পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি। পাশাপাশি চিকিৎসকদের বিরুদ্ধে উঠছে ‘অবহেলা’-র অভিযোগও। ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুম্বইতেও এমন একটি ঘটনা সম্প্রতি ঘটেছে।

একজন সিনিয়র চিকিৎসক আবেদন জানিয়েছেন, হৃদস্পন্দন না পাওয়া গেলেও ইইজি পরীক্ষা না করে যেন কাউকে মৃত ঘোষণা না করা হয়।