মসজিদের পাশেই পরম শান্তি: মুশফিক

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলংকায় টাইগার দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।সেখান থেকে গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘মসজিদের পাশেই পরম শান্তি’ একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে মুশফিকুর রহিম বলেন, ‘যদি আপনি নামাজি হন, আর আপনার হোটেলের পাশে যখন কোনো মসজিদ থাকে তবে এর চেয়ে আনন্দের বা শান্তির আর কিছুই হতে পারে না।’

শ্রীলংকার স্বাধীনতার ৭০ বছর পেরোবে। দেশটির উদযাপনের জন্য বড় একটি উপলক্ষ এটি। আর একারণেই নিদাহাস ট্রফির আয়োজন। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ শেষ হবে আগামী ১৮ মার্চ।

তিনটি দল একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে দু’বার করে। কলম্বোর বিখ্যাত প্রেমাদাসা স্টেডিয়ামেই হবে সব কয়টি খেলা। প্রথম খেলাটি হবে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে।

উল্লেখ্য,টাইগারদের প্রথম ম্যাচ আগামী ৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।