মাঠের বাহিরে কতোটুকু দিতে পারে বাংলাদেশ?

নিদহাস ট্রফির অন্যতম বিতর্ক ছিলো আম্প্যায়রের সিদ্ধান্ত। একটি বিষয় অবাক হলেও সত্য যে এই নিদহাস টরফি শ্রীলঙ্কার মাঠে হওয়ার জন্য সব আম্পায়ারেই নেওয়া হয় শ্রীলঙ্কা থেকেই। মেইন দুই আম্পায়ার ছাড়াও থার্ড আম্পায়ার এমনকি রিজার্ভ আম্পায়ারও আনা হয় শ্রীলঙ্কা থেকেই।

কিন্তু এর সাথে বাংলাদেশের কোন সিরিজের তুলনা করলে দেখা যাবে এক এনামুল হক মনি আর শরফুদ্দৌলা ছাড়া আর কোন আম্পায়ার বিসিবি দিতে পারে না। শরফুদ্দৌলার পারফর্মেন্স ভালো না আর বাংলাদেশের বিপক্ষেই অনেক ভুল সিদ্ধান্ত দেয়ার নজির আছে। তো এমন অবস্থায় আমরা এটা আশা করতে পারি না যে কোন সিদ্ধান্ত ভুলক্রমে বাংলাদেশের পক্ষে চলে আসবে।

আর সেটার সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় ঘরোয়া ক্রিকেটে । আম্পায়রিং এ ভুল সিদ্ধান্তে স্বীকার হতে হয় অজস্র ম্যাচে। আর বিসিবি আম্পায়ার নিয়ে কতোটুকু সতর্ক সেটাই এখন দেখার বিষয়।