মাঠে আমরা প্রতিযোগী, বাইরে আমরা ভালো বন্ধু : সাকিব

দলের অধিনায়ক হিসাবে আমি তখন অনেক আবেগ তাড়িত হয়ে পড়েছিলাম, হয়ত সেটা ঠিক হয়নী। তবে মাঠে লেগ আম্পায়ার ‘নো’ বল ডাকলেও সেটা অগ্রাহ্য করেন মূল আম্পায়ার। তখন একটা চরম উত্তেজনা মুলক অবস্থা।এটা আমি মানতে পারিনি। সাকিব মাহমুদুল্লাহকে ফিরে আসার ইঙ্গিত দেন।সাকিব স্বীকার করেন সেটা যে শুধু সেই সময়ের পরিস্থিতি।সাকিব আরো বলেন,অধিনায়ক হিসাবে আমার তার আরো পরিণত আচরণ করা উচিত ছিল।

ম্যচ শেষে সাকিব আল হাসান বলেন,, ‘আমাদের সঙ্গে শ্রীলংকার সবসময় ক্রিকেট মাঠে প্রতিযোগিতা হয়। কিন্তু এটা শুধুই মাঠে। আমরা মাঠের বাইরে সবসময় ভালো বন্ধু।’
সাকিব বলেন, টি২০ ম্যাচ যেমন হওয়া উচিৎ ম্যাচতা তেমনই হয়েছে। সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি এর থেকে রোমাঞ্চ চাইতে পারেন না। অনেক বেশি উত্তেজক এবং আবেগি এক ম্যাচ।’
সাকিন ইনজুরি থেকে ফিরে এসেই কাল ব্যাট ধরেন ‘ফিরেই ব্যাটে ১০০ ভাগ দেওয়া আমার জন্য কঠিন ছিল। সেজন্য আমি মাহমুদুল্লাহকে দিয়ে ব্যাট করাতে চেয়েছি।’ বলেন সাকিব আল হাসান।