মাঠে নামার আগে বাংলাদেশ দলকে সমীহ করে যা বললেন দিনেশ কার্তিক

বাংলাদেশকে এই মুহূর্তে বুদ্ধিদীপ্ত এক দল বলে মনে করছেন ভারতীর দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তাই ভারত নিদাহাস ট্রাফির ফাইনালে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মনে করছে।

বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে দারুণ দুটি ম্যাচ জিতেছে। তাছাড়া দলের অধিনায়ক সাকিব আল হাসান ফিরে আসায় সাহসী বাংলাদেশকে সমীহ করছেন ভারতের এই ব্যাটসম্যান।

নিদাহাস ট্রফিতে দলের মূল কয়েকজন খেলোয়াড় না এলেও ভারতই প্রথম ফাইনাল নিশ্চিত করেছে। তবে উপমহাদেশের মাটিতে বাংলাদেশকে সহজ করে দেখার সুযোগ নেই বলে মনে করেন দিনেশ কার্তিক। তিনি বলেন, ‘এখানে বাংলাদেশ খুব ভালো দল। জেতার জন্য তারা আলাদা তাড়না অনুভব করে। তারা বেশি দিন টেস্ট মর্যাদা পায়নি; কিন্তু এই সময়েই তারা তিন ফরমেটেই নিজেদের সামর্থ প্রমাণ করেছে। তাছাড়া দলের অধিনায়ক সাকিব আল হাসান দলে যোগ দেওয়ার তাদের শক্তি বেড়ে গেছে।’

বাংলাদেশের বিপক্ষে খেললে সবসময় চাপটা নিজেদের ওপর থাকে বলেও জানিয়েছেন দিনেশ কার্তিক। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে জিতলে সবাই বলে ঠিক আছে। জেতারই কথা। কিন্তু হেরে গেলে সবাই বলবে এটা কী হলো! বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে তোমারা!’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া