মানুষের কোমর ফূড়ে বেরিয়ে এল শিং

মানুষের শরীরে শিং গজায় এটা কি ভাবা যায় । তবে শুনতে অবাক লাগলেও এমন এক ঘটনা ঘটেছে। এই শিং জন্মগত নয় প্রায় দু বছর পরে কোমর ফুড়ে বেরিয়ে এল এমন একটা শিং। ঘটানাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত পুরুলিয়ার চাকোলতোড় গ্রামে। ব্যাক্তির নাম হাবু গোপ।

প্রথমে বিষয়টি নিয়ে মাথা ঘামাননি হাবু। এই শিংযের জন্য তেমন অসুবিধা হতনা তার। পরে আস্তে আস্তে শিংযের আকার বড় হতে থাকে তত বাড়তে থাকে হাবুর যন্ত্রণা। গত শনিবার পুরুলিয়া হাসপাতালে ডাক্তারদের কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে হাবুর শরীর থেকে শিং কেটে বাদ দেওয়া হয়।

হাবুর বয়স এখন ৪০ এর মত। হাসপাতালের বেডে শুয়ে হাবু জানান, ‘‌মনে হচ্ছে শরীর থেকে একটা বিশাল কোনও জিনিস নেমে গেল।’‌
চিকিৎসকরা বলেন, ‘‌চিকিৎসা বিজ্ঞানে এই রোগকে বলা হয় সিবেসিয়াস হর্ন। এই ধরনের রোগ আমরা খুব একটা দেখতে পাই না।