মাশরাফির অধিনায়কত্বে মুগ্ধ হয়ে যা বললেন সিকান্দার রাজা

১৯৭৯ সালের পর বিশ্বকাপ থেকে বাদ পড়েছে জিম্বাবুয়ে। ভাগ্যের নির্মমতায় আরব আমিরাতের কাছে বৃষ্টি আইনে তিন রানে হেরে বিশ্বকাপ উঠতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপরেই ডিপিএল খেলতে ঢাকায় চলে আসেন সিকান্দার রাজা।

মঙ্গলবার খেলাঘর সমাজ কল্যান সমিতির বিপক্ষে ৮৪ বলে ৯০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন রাজা। তারপর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এই ক্রিকেটার।

জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে নিজের মুগ্ধতার কথা। এই জিম্বাবুইয়ান মনে করেন মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব ও সিনিয়র খেলোয়াড়দের পারফরমেন্সে টাইগাররা এগিয়ে যাচ্ছে।

অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে তরুণ ক্রিকেটাররাও পারফর্ম করায় গত আড়াই বছরে টাইগাররা বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে বিশ্বাস সিকান্দার রাজার।

এই প্রসঙ্গে রাজা বলেন, “গত আড়াই বছরে নানা অর্জনে বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। যার মধ্যে বড় ভূমিকা ছিল মাশরাফির অধিনায়কত্ব ও মুশফিক, সাকিব, তামিম, রিয়াদদের ধারাবাহিক পারফরমেন্স। অভিজ্ঞদের ছায়া তলে ভালো করেছে তরুণরাও।”