‘মুশফিকের অধিনায়কত্ব কেড়ে নেওয়া ঠিক হয়নি’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেব মুশফিক বেশ সফল না হলেও বেশ ব্যর্থ ও ছিলেন না। আর সেই মুশফিকের অধিনায়কত্বেই হুট করে কেড়ে নেয় বিসিবি। আর সেটার কারন ছিলো গনমাধ্যমে মুশফিকের খোলামেলা কথা বলা।

এই ব্যাপারে বুলবুল বলেন ,”আমার মনে হয়না যে এটা খুব পরিকল্পিত কোনও সিদ্ধান্ত। টেস্টে মুশফিকের অধীনে দল জিততে শুরু করেছিলো আর মুশফিকও সবার সাইকোলজি ধরতে যাচ্ছিলো বা সবকিছু সাজাতে শুরু করেছিলো। কিন্তু তখনই তাকে নামিয়ে দেওয়া হল।’

বুলবুল আরো বলেন ,’আবার কোচ হাথুরুসিংহেও সব গুছিয়ে আনছিলেন। শ্রীলঙ্কায় এই দুজনের জুটি ভালোই করছিলো। তাই আফ্রিকা সিরিজের ব্যর্থতায় হাথুরু যখন বিদায় নিলো তারপরে মুশফিককে নামিয়ে দেওয়া ঠিক হয়নি। কেননা সে এতদিনে ক্রিকেটারদের থেকে আসল খেলাটা বের করে আনার বিষয়টি ভালোভাবেই বুঝে গিয়েছিলো। ‘অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় মুশফিকের ব্যাটিং ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন বুলবুল।’