মুস্তাফিজের সুপার ওভারে হারল তার দল

পাকিস্তান সুপার লিগ পিএসএলে টানটান উত্তেজনাপূর্ন ম্যাচের সুপার ওভারে মুস্তাফিজের লাহোর কালান্দার্সকে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ম্যাচে সুপার ওভারের দায়িত্বটি ছিল মুস্তাফিজের হাতেই। তাই পাকিস্তান থেকে ফেরাটা সুখকর হলনা মুস্তাফিজের জন্য।

জাতীয় দলের সাথে সিদহাস ট্রফির জন্য পিএসল ছেড়ে চলে আসবেন মুস্তাফিজ। তার আগে এটাই ছিল তার শেষ ম্যাচ। আর শেষ ম্যাচে তাই অভিজ্ঞতাটাও হল বাজে।

শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর। বৃষ্টির কারণে খেলা শুরুতে হয় বিলম্ব। এই সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ দেন লাহোরের বোলাররা। ইসলামাবাদকে ৯ উইকেটে ১২১ রানেই থামিয়ে দেন তারা।

৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ইয়াসির শাহ। মোস্তাফিজ অবশ্য বাকিদের তুলনায় ছিলেন ব্যয়বহুল। ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন একটি উইকেট।

এরপর ব্যাটিংয়ে নেমে নিজেরাও ২ বল বাকি থাকতে ১২১ রানেই অল আউট হয় লাহোর।

এরপরই আসে সুপার ওভার। সেখানে প্রথমে ব্যাট করে ইসলামাবাদকে ১৬ রানের টার্গেট দেয় লাহোর। ১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুস্তাফিজের করা সেই ওভারে প্রয়োজনীয় সংখ্যক রান ঠিকই তুলে নেয় ইসলামাবাদ। শেষ বলে তাদের প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু আন্দ্রে রাসেল সেটাকে বাউন্ডারি পাঠিয়ে জয়োল্লাস করেন।