মেসিকে আটকে দিতে পারবে নাইজেরিয়া

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে নাইজেরিয়া। আর গ্রুপে অন্যান্য দল গুলোর চেয়ে আর্জেন্টিনাই বেশি শক্তিশালী এবং সবচেয়ে আলোচিত নাম। কারন দলটিতে আছে লিওনেল মেসি। তবে বিশ্বকাপে মেসিকে থামাতে পারবে আফ্রিকার সুপার ঈগলরা এমনটাই বিশ্বাস করেন দলটির সাবেক তারকা জেমস আগবেরেবি।

নাইজেরিয়ার একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৯৮ সালে উয়েফা কাপে আমাদের দল স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলেছিল ইন্টার মিলান। ম্যাচে আমার দায়ীত্ব ছিল ব্রাজিলিয়ান তারকা রোনালদোকে আটকানো। আমি আমার কাজটি করেছিলাম। আমি মনে করি বর্তমান নাইজেরিয়া দলে আরো অনেক ভালো তারকা আছে। আমি মনে করি তারাও মেসিকে আটকে দিবে।

তিনি বলেন, দেখুন, কেউ যদি নাম করতে চায় তাহলে তার এমন কিছু করতে হয় যাতে তার নাম সবার মুখে মুখে চলে আসে। আমি রোনালদোকে আটকানোর পর আমার নাম সবার মুখে উঠেছিল। এবার নাইজেরিয়ার বিপক্ষে খেলবে মেসি। তাই নাম উঠাতে চাইলে মেসিকে আটকানোর চেয়ে ভালো আর কি হতে পারে। তাই নিজের নাম করার জন্য হলেও নাইজেরিয়া চাইবে মেসিকে আটকে দিতে।