মেসির বাড়ির ওপর দিয়ে বিমান উড়া নিষেধ

মেসির বাড়ি মধ্যে পড়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্প্যানিশ বিমান সংস্থা। স্প্যানিশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্সেলোনা বিমানবন্দর আরও একটা টার্মিনাল যোগ করতে পারছে না কারণ আর্জেনটাইন জাদুকর লিওনেল মেসির বাড়ির ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই।

একটি বিমান সংস্থার প্রেসিডেন্টের দাবি, লিওনেল মেসির বাড়ির ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই। আর জেরেই বার্সেলোনা বিমানবন্দর অসুবিধার সম্মুখীন হচ্ছে। জ্যাভিয়ের স্যানচেজ প্রেইতো জানিয়েছেন একটি নতুন টার্মিনাল যোগ করা যাচ্ছে না কারণ যেখানে মেসির বাড়ি তাহলে সেখান দিয়ে বিমান যেতে হবে।

স্যানচেজ আরও দাবি করেছেন বিমানবন্দরের রানওয়ে সীমাবদ্ধ, তাও কিছুতেই মেসির বাড়ির ওপর দিয়ে যাওয়া যাবে না। সারা পৃথিবীতে কোথাও এরকম হয় না। বার্সেলোনার নিকটস্থ গাভা এলাকায় থাকেন মেসি। যেটা বিমান বন্দর থেকে ১০ কিলোমিটারের মধ্যে। গাভায় পরিবেশগত একটা বাধা রয়েছে। যার জন্য এই জায়গার ওপর দিয়ে প্লেন যেতে পারে না। মেসির বাড়ির কাছাকাছিই থাকেন লুই সুয়ারেজ ও ফিলিপ কুটিনোহ।