মেসির বিশ্বরেকর্ড থেকে ২ গোল দূরে রোনালদো

দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। একের পর এক গোল করেই যাচ্ছেন তিনি। মৌসুমের শুরুটা গোলখরায় কাটলেও ২০১৮ সালের শুরুটা আবার তাকে দিচ্ছে দুই হাত উজাড় করে। বছরের শুরুটাও হয়েছে রোনালদোর ক্যারিয়ারের সেরা শুরু।

২০১৮ সালে এরই মধ্যে রোনালদো করেছেন ১৫টি গোল। খেলেছেন ৯টি ম্যাচ। লা লিগায় উড়ে গেলেও জড়িয়ে রেখেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপার স্বপ্ন। পিএসজিকে হারিয়ে দিয়েছেন অনেকটা একাই। দুই লেগের ৫ গোলের তিনটিই এসেছে তার পা থেকে।

তবে ২০১৮ সালের ৬ মার্চ পর্যন্ত রোনালদোর ১৫ গোল তার ক্যারিয়ার সেরা হলেও বিশ্বরেকর্ড গড়তে পারেনি। কারন, এর আগে বছরের শুরু থেকে ৬ মার্চ পর্যন্ত ১৭ গোল করেছিল মেসি।

সেবার মেসি লা লিগায় করেছিল ১১ গোল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে একটি এবং কোপা ডেল রে তে ২টি গোল করেছিল। বাকি তিনটি গোল এসেছিল আর্জেন্টিনার জার্সিতে।

আর রোনালদোর ১৫টি গোলের ১২টি এসেছে লা লিগায়। ৩ টি এসেছে চ্যাম্পিয়নস লিগে।