মেসি পুরোপুরি ফিট নন : কোচ

এইমাত্র জানা গেল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সম্প্রতি আর্জেন্টিনার হয়ে ইতালি ও স্পেনের বিপক্ষে খেলতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু আগামীকাল সেভিয়ার বিপক্ষে এই আর্জেন্টিনার তারকার খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন বার্সার কোচ আর্নেস্তো ভালভার্দে। লিওনেল মেসি গতকাল অনুশীলনে অংশ নিয়েছেন। কিন্তু পুরো সেশনে ছিলেন না।

বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে আর বলেছেন, ফেরার আগে লিওনেল মেসির ফিটনেস টেস্টের প্রয়োজন হতে পারে। তিন আর যোগ করেন, মেসি ও টের স্টেগেনের শারীরিক পরিস্থিতি জানতে বৃহস্পতিবার তাদের মেডিকেল পরীক্ষা করা হবে বলে বুধবার সাংবাদিকদের জানান ।

বার্সা কোচ জানান, অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে ম্যাচটি মেসি ভালোভাবেই শেষ করেছিল। এটা সত্যি যে, একটু সমস্যা হয়েছিল তার। তবে এটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না। আমি এখনও জানি না, আমরা কী করবো। আমরা মনে করি এবং আশা করি, এটা গুরুত্বপূর্ণ কিছু নয়।ই মাসে আমরা সবগুলো প্রতিযোগিতাতেই খেলব। আমরা দেখব, আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেরার পর খেলোয়াড়রা কেমন থাকে।

ইতিমধ্যে ৬-১ এ স্পেনের সাথে হারে আর্জন্টিনা।