মোস্তাফিজের ভুল ধরিয়ে দিলেন মালিঙ্গা

২০১৫ সালের পর যেন মোস্তাফিজ নিজেকে হারিয়ে বারবার খোঁজার চেষ্টা করছেন। কিন্তু তিনি ফিরে পারছেন না তার আগের সেই চিরোচিনা ফর্ম। তবে আগের সেই ফর্মে খুবেই দ্রুত ফিরবেন মোস্তাফিজ। এমন আশাই সাবেক লঙ্কান গ্রেট মালিঙ্গা। তবে মোস্তাফিজকে একটু সময়ও দেওয়ার দরকার দেওয়া বলে মনে করেন মালিঙ্গা।

মালিঙ্গা বলেন ,’ যখন সে এসেছিল, সত্যিই অসাধারণ ছিল। এখনও ভালো করছে। তবে লোকে চায় আরও বেশি। প্রত্যাশার চাপ থেকেই ওর হয়তো নিজের মধ্যে এটা সংশয় সৃষ্টি হয়েছে। আর আমার মনে হয়, ও খুব বেশি চেষ্টা করছে। আমার মনে হয় না সে সবসময় নিজের ম্যাচ পরিকল্পনায় থাকতে পারছে।’

মালিঙ্গা আরো বলেন ,’ওর তিন-চার রকমের বৈচিত্র আছে। কিন্তু কখন, কোন পরিস্থিতিকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আরও ভালো করে শিখতে হবে ওকে। আমার মনে হয়, ও একটু বেশি আগ্রাসী হচ্ছে এবং একটু বেশি শক্তভাবে চেষ্টা করছে। ওকে রিল্যাক্সড হতে হবে। তাহলেই খুব শীঘ্রই সে চিরোচিনা ফর্মে ফিরে আসবে।’