ম্যাকলোডের ঝড়ো ব্যাটিংয়ে বড় ব্যবধানে হারলো আফগানিস্তান!

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আজ ৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। আর সেই ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ড। জিম্বাবুয়ের বুলাওয়েতে উদ্বোধনী দিনে ৭ উইকেটের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারায় স্কটল্যান্ড।

বিশ্বকাপের বাছাইয়ে ফেভারিট দল আফগানিস্তান। একই সঙ্গে এই দিনে ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসাবে নাম লেখালেন ১৯ বছর বয়সী রশীদ খান। দেশটির নিয়মিত অধিনায়ক আসগার স্তানিকজাই ইনজুরির কারণে এই আসরে নেই তিনি। আর তাই দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হলেন তিনি।

প্রথমে ব্যাট করতে নেমে নবীর ৯২ রানে ভর করে ৪৯.২ ওভারে ২৫৫ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারেই জয় তুলে নেয় স্কটল্যান্ড। ১৪৬ বলে ২৩টি চার ও ১টি ছক্কায় ১৫৭ রানের হার না মানা ইনিংস খেলেন ম্যাকলোড। দলকে জয়ে পোঁছে দেয়ার পাশাপাশি হয়েছেন ম্যাচ সেরা।